মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
পিরোজপুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক সহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে পিরোজপুরের দু:স্থ ও অসহায় সাত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ শেষে পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি বলেন, জেলা পরিষদ মানুষের সেবায় সবসময় পাশে থেকে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নে জেলা পরিষদ সর্বদা বদ্ধপরিকর। আগামী দিনেও আমরা জেলা পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।