মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে বৃক্ষ রোপন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক পিরোজপুরে কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নিহতের জন্য দোয়া মোনাজাত পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতা সাবাত আহত পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও খাদ্য বিতরণ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ পিরোজপুরে মহান মে দিবস পালিত

পিরোজপুরে জাতীয় বীমা দিবস পালিত

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে পিরোজপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী শহরের সার্কিট হাউজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়েল সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মো: সেলিম হোসেন সহ বিভিন্ন বীমা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বীমা ব্যবস্থা উন্নত প্রতিটি দেশে খুব সুন্দর ভাবে চলছে। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য ও সাধারণ মানুষের জীবনের ও অথনৈতিক সুবিধার জন্য বীমা করার প্রয়োজনীয়তা আছে। বীমা করার প্রয়োজনীয়তা সাধারণ মানুষের মাঝি তুলে ধরতে হবে।তাহলেই বীমা কার্যক্রম আরো গতিশীল হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT