বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাত্রলীগের সাবেক নেতা মামুন বিন সাত্তারের দাফন সম্পন্ন পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস পালিত পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ উদযাপন পিরোজপুরে শেখ কামাল বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু পিরোজপুরে হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল : জণগন মানছে না হরতাল বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত পিরোজপুরের জেলা প্রশাসক জাহেদুর রহমান প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি পিরোজপুরে চাঞ্চল্যকর তিন হত্যা মামলার রহস্য উদঘাটন : আসামীদের গ্রেফতার

পিরোজপুরে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ

পিরোজপুরে ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৭৫ জন রোগীদের মাঝে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা সমাজসবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল কবিরের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনি খাত থেকে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বেদে সহ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠিার জন্য বিভিন্ন ধরণের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা, হিজড়া ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা চালু করার ফলে লক্ষ-লক্ষ মানুষ উপকৃত হচ্ছে। এ চিকিৎসা ভাতা প্রদানের ফলে ব্যাপক সংখ্যক অস্বচ্ছল মানুষের চিকিৎসা গ্রহণের পথ সুগম করছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT