শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ভূয়া দরখাস্ত দিয়ে হয়রানির অভিযোগে এক শিক্ষকে সংবাদিক সম্মেলন “স্মার্ট পিরোজপুর ” বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর নিদের্শে অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুরে মহান মে দিবস পালিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জন পেলো প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের চেক দুর্নীতি অভিযোগ ও “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগানকে কেন্দ্র করে পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সভা পন্ড পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

প্রধানমন্ত্রীর নিদের্শে অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ

হাসিবুল হাসান :
শ্রমিক সংকটে মাঠেই আটকে গিয়েছিল অসহায় কৃষকের পাকা ধান। ধান কাটতে ঋনের জন্য একটি সমিতির অফিসে ঘুরছিলেন কৃষক। সেই ধান মে দিবসে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখা। সোমবার বিকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকায় ধান কাটার এ আয়োজন করা হয় বলে জানান জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।
জানা যায়, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের কৃষক শাহাদাৎ হাওলাদার। কালবৈশাখী ঝড়, শ্রমিক সংকটসহ নানা সমস্যায় ঘরে তুলতে পারছিলেন না বোরো-২৮ জাতের সাড়ে ৭ কাঠা জমির পাকা ধান। ঋণ নিয়ে ধান কাটার জন্য ঘুরছিলেন সমিতির অফিসে। বিষয়টি জানার পর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মীরা বিকালে সেই ধান কেটে কৃষক শাহাদাতের ঘরে তুলে দিয়ে এসেছেন।
ভুক্তভোগী কৃষক শাহাদাৎ হোসেন বলেন, কালবৈশাখী ঝড়, শ্রমিক সংকটসহ ও নানাবিধ সমস্যার কারণে জমির পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। কয়েকদিন যাবত একটি সমিতি থেকে ঋণ নেয়ার জন্য ঘুরছিলাম। সেই খবর পেয়ে আমার সাথে যোগাযোগ করে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এসে জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আজ তাদের কারণে জমির পাকা ধান কাটতে সমিতি থেকে ঋণ নিতে হয়নি আমার। আর ধান মাঠে পড়ে নষ্ট হয়নি। তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কৃষক শাহাদাত হোসেন জমির পাকা ধান কাটার জন্য একটি সমিতি থেকে ঋণ নেয়ার জন্য ঘুরছিলেন। এমন তথ্য আমার কাছে পৌঁছালে টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকায় খোঁজ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নিয়ে সেই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে এসেছি।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় শাখার নির্দেশনা ছিল এ সময় বিভিন্ন সংকটে আটকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার বিষয়ে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী বিকালে টোনা ইউনিয়নের এক অসহায় কৃষকের মাঠে থাকা পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT