শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ভূয়া দরখাস্ত দিয়ে হয়রানির অভিযোগে এক শিক্ষকে সংবাদিক সম্মেলন “স্মার্ট পিরোজপুর ” বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর নিদের্শে অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুরে মহান মে দিবস পালিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জন পেলো প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের চেক দুর্নীতি অভিযোগ ও “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগানকে কেন্দ্র করে পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সভা পন্ড পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী

পিরোজপুর প্রতিনিধি :
গণতন্ত্র, সংবিধান ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর জন্য ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর -১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এ কেএম এ আউয়াল ।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আলী আবরার। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব মজুমদার রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য যথাক্রমে মাখন চন্দ্র গাইন, মাওলানা রবিউল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।।


সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামীলীগ এখন অত্যন্ত সুসংগঠিত একটি দল। তাই বড় দলকে প্রশ্নবিদ্ধ করতে কোন ফাঁক ফোকর দিয়ে সদস্য সংগ্রহের নামে কোন অপশক্তি যেন প্রবেশ না পারে সেদিকে স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে। স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে এক সাথে ঐক্যেবদ্ধ হয়ে গণতন্ত্র, সংবিধান ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।
কর্মী সভায় জেলার ৭টি উপজেলা থেকে সভাপতি ও সম্পাদক এবং প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন থেকে মোট তিন শতাধিক মাঠ পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT