মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
সঠিক এআই তৈরী করে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) – ২০২৩ এ দশ লক্ষ টাকা অনুদান জিতেছে পিরোজপুরের তরুণ উদ্যোক্তা মোঃ নূর মোহাম্মদ (হৃদয়) ও নারায়ণগঞ্জের আহসান হাবীব।
শনিবার (১৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিগ ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এ প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করা হয়। পরে তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জানা যায়, তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের অনুপ্রাণিত করতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)’ তৃতীয় বারের মতো আয়োজন করে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)। তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ডেয়ার টু স্ট্যান্ড বিগ- ¯েøাগানটি নিয়ে এ আয়োজন করা হয়।
প্রায় সাত হাজার স্টার্টআপ ও উদ্ভাবক এ প্রতিযোগীতায় অংশ নিলেও চার ধাপের যাচাই-বাছাই শেষে সেরা ৫২ এর দলে নাম লেখায় সঠিক এআই।
shothik.ai সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ নূর মোহাম্মদ (হৃদয়) বলেন, হাজারো স্টার্টআপকে হারিয়ে সেরা ৫২ এ আসতে পেরে আমরা আনন্দিত। তাছাড়া বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট থেকে পাওয়া এ স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সহজ করবে।
সঠিক এআই সম্পর্কে তিনি বলেন, আমাদের সফটওয়্যারটি লেখার ব্যাকরণগত ভুল ধরা ও ঠিক করা থেকে শুরু করে বাক্যের গঠন পরিবর্তন, সংক্ষিপ্তকরণ বা বর্ধিতকরণ এমনকি কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পূর্ণ নতুন কোন লেখা তৈরী করতেও সক্ষম। এছাড়া কোন লেখা চুরি করা কিনা তাও বলে দিতে পারে এ প্ল্যাটফর্মটি। বর্তমানে বাংলা ও ইংরেজীসহ প্রায় ২০০ এর বেশি ভাষায় আমাদের সফটওয়্যারটি ব্যবহার করা যাচ্ছে।
shothik.ai এর আরেক সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কমকর্তা আহসান হাবীব বলেন, এসব কাজের জন্য এতদিন বিদেশী প্ল্যাটফর্মের ব্যবহার করতে হতো সবাইকে। যা তুলনামুলক ব্যয়বহুল এবং সহজলভ্য নয়। এছাড়া ডলার জটিলতার কারণে তা অনেকের কাছেই উপলোব্ধ ছিল না। পাশাপাশি বাংলা ভাষায় এমন কোন টুল না থাকায় নানা জটিলতায় পড়তে হতো মানুষকে। দেশেই এমন সফটওয়্যার তৈরী করে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরাও পারি।
তিনি আরও বলেন, কৃত্তিম বুদ্ধিমত্তার বাংলাদেশকে এগিয়ে নিতেই আমাদের এ প্রচেষ্টা। পাশাপাশি বিদেশী টুলগুলোর তুলনায় প্রায় ৯০ শতাংশ কম দামে আমদের এ সফটওয়্যারটি বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারবে।
কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন,
প্রসঙ্গত, পিরোজপুরে বেড়ে ওঠা তরুণ প্রযুক্তিবিদ মোঃ নূর মোহাম্মদ (হৃদয়) ২০১৭ সালে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৯ সালে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা থেকে উচ্চ-মাধ্যমিক পাস করেন। বর্তমানে ইউনিভার্সিটি অফ দ্যা পিপল (অনলাইন) এ কম্পিউটার সাইন্স বিভাগে পড়াশোনা করছেন তিনি।
এছাড়া ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি দুর্বলতা থেকে পড়াশোনার পাশাপাশি শুরু করেন সফটওয়্যার তৈরীর কাজ। পরে দৈনিক কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিন এর অনলাইন বিভাগে কাজ শুরু করেন। এছাড়া বিডিক্রিকটাইমের টেকনিক্যাল ম্যানেজার সহ দেশসেরা কয়েকটি প্রতিষ্ঠানের প্রযুক্তি বিভাগেও কাজ করেছেন তিনি।