মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
পিরোজপুরে অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইব্রাহীম খলিল, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম হাওলাদার সহ শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের সকল স্থারের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যার ধারবাহিকতায় অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়নের জন্য এ প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। যাতে করে সমাজের সকল মানুষ তাদের জীবনমান উন্নয়ন করতে পারে।
প্রশিক্ষণে জেলার অনগ্রসর জনগোষ্ঠির ৪০ জন প্রশিক্ষার্থীদের ২৫ দিন ব্যাপী পোষাক তৈরির প্রশিক্ষণ প্রদান করা হবে।