মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
পিরোজপর জেলার সদর উপজেলায় করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচি কর্তৃক মেয়েদের জন্য নিরাপদ পানি পান ও হাত ধোঁয়ার জন্য পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ওয়াটার সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করনে পিরোজপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহেদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ, বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব আব্দুল হালিম হাওলাদার,ব্র্যাক জেলা সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মো: সুলতান উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।