মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
পিরোজপুরে বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক, ডেঙ্গুর প্রাদূর্ভাব, মাদকসহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলাবর দুপুরে শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ছাত্রীদের সাথে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম হাওলাদার সহ শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক একটি সামাজিক ব্যাধি । এই ব্যাধি দূর করার জন্য সমাজের সকলকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের বাল্যবিবাহ রোধে পরিবারের সদস্যদের বলতে হবে। এছাড়া বর্তমানে ডেঙ্গুর প্রাদূর্ভাব জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে ঘরের আসে-পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।