বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে শুরু হয়েছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকাল ৯ টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ ক্রিকেট টুর্নামেপন্টের প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় এর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ফিরোজ রব্বানী, বিসিবির বরিশাল বিভাগীয় ক্রিকেট কোর্স তসরিফুল ইসলাম টোটন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিভাগীয় এ ক্রিকেট টুর্নামেন্টে বিভাগের ছয়টি জেলা অংশগ্রহণ করেছে।
খেলার প্রথম দিনে বরিশাল জেলা এবং ঝালকাঠি জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ই নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।