মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে বৃক্ষ রোপন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক পিরোজপুরে কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নিহতের জন্য দোয়া মোনাজাত পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতা সাবাত আহত পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও খাদ্য বিতরণ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ পিরোজপুরে মহান মে দিবস পালিত

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ উদযাপন

“পুলিশই জনতা- জনতাই পুলিশ” শীর্ষক শ্লোগান নিয়ে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হল কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩। শনিবার এ উপলক্ষে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। বক্তব্য রাখেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলী আজম, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশের জেলা কমিটির সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, পুলিশ আজ একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের পুলিশের অবস্থান এখন ৪র্থ। মহান মুক্তিযুদ্ধের মধ্যথেকে গড়ে ওঠা পুলিশ বাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়, মাদক নিয়ন্ত্রণে, জঙ্গিদের উত্থ্যান ঠেকাতে, নারী পাচার রোধসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে নিরবিচ্ছিন্নভাবে পুলিশের আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। আজ ঘরে বসেই দেশের নাগরিকরা অনলাইন জিডি করতে পারছেন। যা এক সময় ছিল অকল্পনীয়। পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে হচ্ছে। ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশী সেবা তাৎক্ষনিক পাওয়া যাচ্ছে। প্রযুক্তি নির্ভর জনবান্ধব পুলিশ বাহিনী আজ জনতার পুলিশে পরিণত হতে যাচ্ছে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুষ্কৃতকারীদের জঘন্য অপরাধ ঠেকাতে পুলিশকে প্রাণ দিতে হচ্ছে। অন্যদিকে পুলিশ বাহিনী শান্তিপ্রিয় দেশবাসীর কাছে হচ্ছে প্রশংসিত। গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে বিভিন্ন পর্যায়ের প্রায় ৯০ হাজার পদ সৃষ্টি করে তা পূরণ করা হয়েছে।
সভা শেষে কমিউনিটি পুলিশিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এবং সদর থানার শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT