মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
“ বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, মাত্র ছয় মাসে প্রণীত বাংলাদেশের সংবিধান দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলনে একটি পূর্ণাঙ্গ শাসনতন্ত্র। সংবিধানকে সমুন্নত রেখে দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে, প্রতিষ্ঠা পাবে সুশাসন।
এ সময় সভায় বিভিন্ন সরকারি কার্যালয়ে কর্মকর্তা কর্মচারী সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।