মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
“সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক শ্লোগানে পিরোজপুরে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকালে জেলা সার্কিট হাউজ প্রঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলণ করা হয়। পরে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে একটি বন্যাঢ্য র্যালী জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস। এ সময় সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার শ্রেষ্ঠ সিডিএফ প্রদানকারী সমবায় সমিতি সমূহকে ক্রেষ্ট প্রদান করা হয়।