মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
পিরোজপুর: পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের নগদ টাকার চেক ও টিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় মিলনাতনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ নগদ টাকার চেক ও টিন বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় তিনি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারকে ঘরবাড়ি মেরামতের জন্য বিভাগীয় কমিশনারের বিশেষ অনুদান প্রাপ্ত বরাদ্দ হতে পরিবার প্রতি ৩ হাজার টাকার চেক বিতরণ করেন এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩২ টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে পরিবার প্রতি ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় সহ জেলা প্রশাসের কর্মকর্তাবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বরেন, যে কোন প্রকৃতিক দুযোর্গে ক্ষতিগ্রস্থ মানুষের সেবা ও সহযোগীতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে মোতাবেক জেলা প্রশাসন দ্রুততা সাথে কাজ করে যাচ্ছে। কালবৈশাখী ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জেলা প্রশাসন শুকনা খাবার সহ বিভিন্ন সহযোগীতা করে আসছিলো। এরই ধারাবাহিতকায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরবাড়ি মেরামতের জন্য এই টাকার চেক ও টিন বিতরণ করা হয়েছে। সরকার সব সময়ই যে কোন ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আছে।