মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
রাজু সিকদার নিলয় : ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) আভাস ও ক্রিশ্চিয়ান এইড এর আয়োজনে স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকে এইড ও জার্সি ওভারসিস এইড এর সহযোগিতায় বাস্তবায়িত Survival Assistance for Cyclone Remal Affected Families in the Coastal Districts (SARA) প্রকল্পের আওতায় পিরোজপুরের সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের দঃ ডুমুরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দিনে ২৫০ জন মানুষের মাঝে দুইবেলার জন্য খাবার বিতরণ করা হয়। দুইদিন ব্যাপি এ কর্মসূচিতে মঙ্লবারও কুমিরমারা আবাসন প্রকল্পে একইভাবে খাবার পরিবেশন করা হয়। খাদ্য কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল ও ক্রিশ্চিয়ান এইড প্রতিনিধি ছন্দা রানী, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।